শনিবার, ১০ এপ্রিল, ২০২১

xiaomi'র লোগোর পিছনের ম্যাথমেটিকাল, সাইকোলজিক্যাল ফ্যাক্ট।

 তিন বছর সময় নিয়ে এবং তিন লাখ ডলার (২.৫ কোটি টাকার বেশী) খরচ করে গতকালকে চায়নিজ ব্র্যান্ড Xiomi তাদের নতুন লোগো তৈরি করেছে। বাম পাশের একটু বেশী গোলাকারটা নতুন লোগো।  এত চড়াই মূল্যে জাপানিজ ডিজাইনার Kenya Hara আসলে শাওমির কাছে লোগো বিক্রি করে নাই; গল্প বিক্রি করছে। এই গল্প বিক্রির পিছনে রয়েছে এক সুগভীর ম্যাথমেটিকাল, সাইকোলজিক্যাল ফ্যাক্ট।


নতুন গোলগাল লোগোটা আসলে Superellipse বা Lamé curve দিয়ে করা। 

Ellipse(উপবৃত্ত) নিয়ে আমরা সবাই মোটামুটি জানি,

X²/a²+Y²/b²=1 আকারের সমীকরণগুলো কার্তেসীয় স্থানাকে উপবৃত্ত তৈরি করে,  কিন্তু Superellipse কি তাহলে? Superellipse হলো এই উপবৃত্তের সমীকরণের আরো সাধারণ রুপ, 

|X/a|ⁿ + |Y/b|ⁿ =1 অর্থাৎ এখানে প্রতিটি পদের পরমমান বা Absolute Value নিয়ে তার ঘাত n করতে হয়। n এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের Superellpise তৈরি হতে থাকে। এখন n=2 এর জন্য যেহেতু সবগুলো পদের ঘাত বর্গ হয়ে যায় তাই পরমমান ছাড়াই লিখা যায়,

(X/a)²+(Y/b)²=1⇒X²/a²+Y²/b²=1, যেটা কিন্তু আবার উপবৃত্তের সমীকরণ।

 এবার আসি যাদের শেপ সাইকোলোজি নিয়ে আইডিয়া আছে, তারা জানেন যে রাউন্ডনেস আসলে ন্যাচারাল অবজেক্ট এবং বন্ধুত্বের প্রতীক। এই লোগো তাই একসাথে যেমন শাওমি একটা সফিসটেকেটেড টেক কোম্পানি, তার গল্প বলে। তেমন ভাবে শাওমি যে শুধুমাত্র বাক্স বানায় তা না, তারা “Alive”; সেই গল্পও বলে।

এই রিব্র্যান্ডিং এর ডিজাইনার সেই গল্পটাকে বিক্রি করেছেন। একজন অ্যামেচার ডিজাইনার যেখানে এটাকে রাউন্ডনেস বাড়াইছি বলে ক্লায়েন্টকে দিবে, একজন মাস্টার ডিজাইনার তার সাথে গল্প বসায় টাকার অংকে কয়েকটা শুণ্য বেশী নিয়ে নিবে।

সাধারণ মানুষও গল্প ভালোবাসে এবং গল্প থেকে অনুপ্রাণিত হয়। মাস্টার মার্কেটার ক্লোটেয়ার রাপাইল যখন জিপ গাড়ির হেডলাইট চারকোণা থেকে বুনো ঘোড়ার চোখের মত গোল করেছিলেন, জিপের সেলস কয়েকগুণ বেড়ে গেছিলো। এটাই গল্পের শক্তি, গণিতের শক্তি, বহুদিনের পর্যবেক্ষণ থেকে আসা সাইকোলজির শক্তি।

গাণিতিক চিন্তাবোধসম্পন্ম মানুষ সকল ক্ষেত্রেই ভালো করতে পারেন, সেটা হউক ব্যক্তিগত জীবন হউক চাকুরীজীবন। 

সুযোগ থাকলে তাই যারা গণিত নিয়ে উচ্চশিক্ষায় যান তাদের মধ্যে স্মার্টনেসটাও অনেক বেশি মাত্রায় থাকে।

#shon4poth #xiaomi #xiaomi_new_logo #mathematics

কোন মন্তব্য নেই:

একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...