#crime_movies #best_movie #hollywood #bollywood #crime লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
#crime_movies #best_movie #hollywood #bollywood #crime লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

পৃথিবীর সেরা রহস্য উপন্যাস গুলোর মধ্যে একটি...

 Murder on the Orient Express 2017

 ‧ Mystery/Crime


মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস' আগাথা ক্রিস্টির অন্যতম গুরুত্বপূর্ণ লেখা। এটা মূলত গোয়েন্দা গল্প পৃথিবীর সেরা রহস্য উপন্যাস গুলোর মধ্যে একটা ।  যার মূল চরিত্র


গোয়েন্দা পোয়্যারোর। 


এই লেখা টি পরিচালকদের কাছে অত্যন্ত লোভনীয়।  তাই বেশ কয়েকবার এই লেখা নিয়ে চলচ্চিত্র হয়েছে,  কিন্তু আমরা আজ কথা বলব 2017 সালে মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস' যেটা পরিচালনা করেছেন কেনেথ ব্রানা,এবং পরিচালক নিজেই পোয়্যারোর চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন জনি ডেপ, গ্রেটা অলসন, পেনেলোপি ক্রুজ, এবং আরও অনেকেই। 


গভীর রাতে তুষার ধসে আটকা পড়েছে বিলাসবহুল ট্রেন "ওরিয়েন্ট এক্সপ্রেস" ... ট্রেনের ভিআইপি বগিতে বিখ্যাত সব অভিজাত শ্রেনীর যাত্রী। ট্রেনে থাকা এক আমেরিকান ব্যাবসায়ী ভদ্রলোক বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করছে যে, কেউ তাকে খুন করতে চায়। এ জন্য ট্রেনের যাত্রীদের ভিতরে থাকা এক বিখ্যাত গোয়েন্দা কে অনুরোধ করে, কে বা কারা তাকে খুন করতে করতে চাচ্ছে, এটা বের করে দিতে। মধ্যরাতে সেই আমেরিকান ভদ্রলোক খুন হয়ে যায়। খুনি খুন করে ট্রেনেই লুকিয়ে আছে। অবশেষে শুরু হয় আসল খেলা। 

সাধারণতঃ গোয়েন্দা গল্প যেমন হয়ে থাকে প্রথমদিকে তেমন থাকলেও শেষের দিকে দিয়েছে চমক। অন্যসব গোয়েন্দা গল্পের মতো শেষটা তেমনভাবে শেষ হয়নি। 

প্লট টুইস্ট সাসপেন্স শক্তিশালী অভিনয় আর গ্রেট ইন্ডিং সিনেমাটি আপনার মন কাড়বেই।

একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...