যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই....
একে কি বলে একাকীত্ব নাকি স্বাধীনতা?
.......
আমাদের আশে পাশের অনেক সমস্যা আর জটিলতার মূলে একাকীত্ব। আপনারা এগ্রি করবেন কিনা জানিনা। অল্প বয়সী ছেলে মেয়েরা একাকীত্বের ভয়ে বাজে ফ্রেন্ড সার্কেল ছেড়ে আসতে পারে না। রিলেশনশিপ এ জড়িয়ে যায়। অনেকে এবিউসিভ ম্যারেজ কুইট করতে পারেনা একাকীত্বের ভয়ে। অনেকে একাকীত্ব থেকে পরকীয়ায় জড়ায়। অনেক সুইসাইড, ডিপ্রেশন এবং ড্রাগ রিলেটেড ইসু ট্রিগারড হয় একাকীত্ব থেকে।
অনেকদিন ধরে ভাবছি একাকীত্ব আর এর বিড়ম্বনাগুলো নিয়ে সেই সাথে সমাধানের দিকে যাওয়ার চেষ্টাগুলো নিয়ে লিখবো।
অনেক শিশু ভাই বোনের মধ্যে থেকেও একাকীত্বে ভুগতে পারে, অনেক মানুষ ম্যারিড হয়েও একাকীত্বে ভুগতে পারে। ফ্রেন্ড সার্কেল থেকেও একাকীত্বে ভুগতে পারে।
সিরিজটার নাম কি দেওয়া যেতে পারে বলুন তো?
"And when nobody wakes you up in the morning, and nobody waits for you at night, and when you can do whatever u want. What do you call it, freedom or loneliness?" -Charles bukowski
Artwork by Edward Hopper
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন