#denim #review #viral_photo লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
#denim #review #viral_photo লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ভাইরাল ছবিঃ ডেনিমের পুনর্জাগরণ

 ভাইরাল ছবিঃ ডেনিমের পুনর্জাগরণ



আমরা প্রায়সই বলে থাকি "পৃথিবী কতই না বিচিত্র" "কত কিছুই না দেখার আছে"।  


হ্যাঁ , এই বিচিত্রতার কমতি নেই  ফ্যাশন স্টোরগুলোতেও। অল্প কিছুদিন আগে খুবই ভাইরাল একটি ছবিতে দেখা যায়  অ্যালুমিনিয়াম তৈরি চকচকে দেয়ালগুলি এবং রক্ত ​​সঞ্চালন হচ্ছে অপারেটিং টেবিলে  পড়ে থাকা মৃত ডেনিম পন্যগুলোর উপরে। এটা দেখে অনেকটা মনে করতে পারেন ফ্যাশন ডিজাইনে ব্যাবহৃত  ডেনিম পণ্যগুলিকে একটি ভিআইপি হাসপাতালে ভর্তি করে খুব যত্নের সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এটাতেই বিশ্বজুড়ে ফ্যাশন ইন্ড্রাস্ট্রি এবং টেক্সটাইল শিল্পে আলোরণ সৃষ্টি করে এই ইউনিক ডিজাইন এর  ফ্যাশন  স্টোরটি। 


নভেম্বর  ২০১৮ তে, ম্যাপো-গু, সিউল কোরিয়ায়,  "ল্যাব ১০১"  নামে একটি ডেনিম ব্র্যান্ড এর সূচনা করেন। 


যারা উদ্ভাবনী কৌশলে  ব্যাতিক্রমধর্মী ডেনিম স্টোর ডিজাইন করেন। 


ঠিক কিছু কিছু  খাবার এবং নিত্য প্রয়োজনীয়  দ্রব্যের স্টোরগুলো কিংবা অতি প্রয়োজনীয় হাসপাতাল  যেমন ২৪ ঘন্টা খোলা থাকে তেমনি ডেনিম এবং ফ্যাশন এর গুরুত্ব বুঝাতে এই স্টোরটি ডিজাইন করা হয় যেখানে স্টোরটি  দিন-রাত ২৪  ঘন্টাই খোলা থাকবে। খোলা থাকার পাশাপাশি এর ভিতরে কাস্টমারদের জন্যে রয়েছে খাওয়া-দাওয়া এবং বিশ্রাম নেয়ার  ব্যাবস্থা।


 এই থিমকে "ডেনিমের পুনর্জাগরণ " হিসেবে দেখা হচ্ছে এবং সেই হিসেবেই স্টোরটিতে আরো কিছু মৌলিক জিনিস যুক্ত করা হয়েছে। যেমন স্টোরের ভিতরের দিকে  চকচকে ধাতব যুক্ত করা হয়েছে  এবং এর চারপাশে ঘুড়ে বেড়ালে একটি  নীল রঙের  ফিক্সচারও বিশদভাবে লক্ষ্য করা যাবে।


অনেক ফ্যাশন শপগুলির থেকে এটিকে আপনি আরো সহজে পৃথক করতে পারবেন।


 কারণ এখানকার গ্রাহকদের বড় উইন্ডো এবং ম্যানকুইন ডিসপ্লে খুবই আকর্ষণ করবে। 


 ল্যাব ১০১ এর একটিমাত্র  বাহিরের গেইট রয়েছে যার দ্বারা এর ভিতরে কী রয়েছে তার অতি সামান্যই বোঝা যায়। 


ডেনিম স্টোর ডিজাইনের জন্য দায়িত্বপ্রাপ্ত "নিইজিড" এর গুরুত্ব বোঝাতে জোড় গলায় ডিজাইন ল্যাব থেকে বলেন, "ল্যাব১০১ অন্যান্য সাধারণ স্টোরের মতো কোনও খোলা জায়গায় পণ্য প্রদর্শন করে না।"


এর বিষয়ে প্রতিষ্ঠানটির  পরিচালক জেং হিউং-উউক বলেছেন

"ড্যানিমের ক্ষেত্রে, এমন অনেক ভোক্তা আছেন যারা একা একা অফলাইনে পণ্য  নিতে চেষ্টা করেন এবং শরীরে ফিট করা কাপড় পরিধাণ করতে চেষ্টা করেন, সে সকল সুবিধাগুলো এখানে আছে " 


লেখক - মোঃ আল-আমিন 

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট(১২তম ব্যাচ)

একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...