Violence, Violence, Violence Alert
[Best Of Violence Movies] [দূর্বলদের জন্য নয়]
"যতক্ষন তুমি পশু,মানুষ তোমাকে ভয় পাবে। যখন তুমি মানুষ হবে, মানুষরূপী পশুরা তোমায় ছিড়ে খাবে"
[রক্তপাত/ছিন্ন-বিছিন্ন শরীর দেখার সাহস না থাকলে মুভিটি একদম-ই আপনার জন্য নয়]
Name: The Night Comes For Us
Genre:Action/Drama
Release: Sep 22,2018
Writter & Drector: Timo Tjahjanto
Country Origin: Indonesia
Language :Indonesian /English/Hindi
IMDb Rating:7/10
Rotten Tomatoes:91% Fresh
আচ্ছা, ইন্দোনেশিয়ায় কি সেন্সরবোর্ড আছে? মনে হয় না। থাকলে এমন মারাত্তক কাটাকাটি কিভাবে বিনা কর্তনে মুক্তি দেয়? 😳
#মুভির_গল্পঃ (সংক্ষেপে) [No Spoiler]
_দক্ষিন-পূর্ব এশিয়ায় একটি অপরাধ সংঘঠন আছে যার নাম___👇
[the South East Asian Triad, known as the Six Seas] [সময়কালঃ-১৮০০খ্রীঃ-বর্তমান].
তারা এই এলাকার দেশগুলোর অপরাধ নিয়ন্ত্রণ করে।.
★ মুভিটিতে দেখানো হয়, ইটো(Joe Taslim) একজন গ্যাংস্টার। সে " Six seas" গ্যাং এর জন্য কাজ করে । মানুষ মারা তার পেশা ও নেশা। মানুষ থেকে সে পশুতে পরিনত হয়ে গেছে। তেমনই একদিন পুরো একটি গ্রামের সবাইকে মেরে ফেলে (গনহত্যা)। কারন ছিলো সেখানকার কিছু মানুষ তাদের সংঘঠনের মাদক চুরি করেছিলো।
★সবাইকে মেরে ফেলার পর বেচে যায় শুধু ছোট্টু একটি বাচ্চা মেয়ে। তার দিকে বন্দুক তাক করিয়ে ধরে ইটো। কিন্তু বাচ্চাটির মায়া ভরা মুখ তার মন গলিয়ে ফেলে। সে যেনো পশু থেকে মানুষ হয়ে যায় এক মহুর্তে। নিজের সঙ্গিদের মেরে বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়।
★বাচ্চাটিকে রক্ষা করতে তাকে সাহায্য করে তার বন্ধুরা। আর এদিকে তাকে মেরে ফেলতে পুরো গ্যাং খুজে বেড়ায় তাকে। সে যেনো অসহায় বন্য হরিন আর পশুরা তাকে খুজে বেড়াচ্ছে ছিড়ে খেতে। আসলেই কি সে অসহায়?নাকি সেও এক ক্ষুদার্থ বাঘ? লড়াই-টা জমবে বেশ। এখানে শুধু বাচ্চাটিই আসল ফ্যাক্ট না,ফ্যাক্ট হল গ্যাংয়ের সাথে বেইমানির সাজা পেতে হবে তাকে। তাকে মারার জন্য তারই আরেক বন্ধু আরিয়ানকেও (Iku Wasais) পাঠানো হয় গ্যাংয়ের সাথে।
তাদের জন্য আসছে একটি ভয়ংকর রাত [The Night Comes for us]. তারা কি পারবে বেচে ফিরতে?
★কেমন সেই লড়াই? হিংস্রতা ও ভায়োলেন্সে ভরপুর মুভিটি আপনাকে সারাক্ষন Screen এ তাকিয়ে থাকতে বাধ্য করবে। যখন মুভিটি শেষ হয়ে যাবে যাবে অবস্থা তখনও ইচ্ছে করবে আরো একটু আরো একটু বেশি যদি দেখতে পারতাম 😐। অসাধারণ ভায়োলেন্সপূর্ণ মুভি।
#রিভিওঃ
The Raid 1/2 যারা দেখেছেন। তাদের আর নতুন করে বলার নেই ইন্দোনেশিয়ার Gang War মুভিগুলো কেমন হয়। Martial Art/ Sword Fight/Style পুরাই আগুন।
স্পেশালি, Girls🥰. আহা। এক একটা মেয়ে যেনো আগুন। কি স্টাইল, কি ফাইট করে! তাদের ড্রেস,হেয়ার স্টাইল পুরাই Awesome.
The Raid খ্যাত Iku Wasais এবং Joe Taslim আছে মুভিটিতে। আর কি লাগে একটা সেরা Action Movie পেতে?
#Screenplay: পুরাই টাইট। দম ফেলানোর টাইম নেই।
9/10
#VFX: 8.5/10
#Action_Choreography: 10/10 [Best]
#অভিনয়
Joe Taslim:9/10
Iku Wasais: 9/10
Sunny Pang:8.5/10
Jack Lee (Bobby): 10/10
Abimana (Fatih): 9/10
_মেয়েগুলা সবই আগুন। সবার পারফমেন্স 10/10_
Jullie Estelle (the Operator)
Dian (Alma)&Hannah (Elina)=Assassins
[Hannah Al Rashid 🥰 Crushed]
#Direction: এই মুভিটির পরিচালকের অনেক মুভিই আমাদের দেখা। হয়তো তার নাম জানিনা অনেকে। Headshot/May the devil take you 1-2/Killers/the ABCs of death(Segment-"L")/(V/H/S/2)/the Forbidden Door/Macabre তারই নির্মান। জাত ডাইরেক্টর।
10/10
[তার নির্মান The Forbidden Door(2009) প্রিয় মুভি]
"সময় নষ্ট না করে দেখে নিতে পারেন অসাধারন Action Movie-টি। সবার ফাইটিং স্কিল আপনাকে মুগ্ধ করবে এটার গ্যারান্টি দিতে পারি।