ইউটিউব বেশ জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। এছাড়া'ও বর্তমান সময়ে অনলাইন থেকে অর্থোপার্জনের জন্য ইউটিউব জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তুলনামূলক বেশি ব্যবহারকারী থাকায় অধিকাংশ কনটেন্ট ক্রিয়েটর'রা তাদের কনটেন্ট প্রকাশ করার জন্য ইউটিউব'কে বেছে নেন৷
কেউ ইউটিউব চ্যানেল পরিচালনা করেন শখের বশে, কেউ পরিচালনা করেন অর্থের প্রয়োজনে। আর যেহেতু এখন ইউটিউব থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায়, তাই অনেকে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এমন অনেকেই আছেন, যারা ইউটিউবে নতুন চ্যানেল তৈরি করেছেন বা দীর্ঘদিন ধরে চ্যানেল পরিচালনা করছেন, কিন্তু চ্যানেলের আশানুরূপ গ্রোথ হচ্ছে না৷ তো অনেকে ইউটিউব চ্যানেল গ্রো করার উপায় আমার কাছে জানতে চান৷
সবাইকে আলাদাভাবে বুঝিয়ে বলার সময় আর সুযোগ হয়তো সবসময় হয় না৷ তাই এর আগে'ও ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করে পেইজে পোস্ট করেছিলাম। যা-হোক, আজকে'ও আমি আলোচনা করব ইউটিউব চ্যানেল গ্রো করার উপায় নিয়ে।
চলুন তবে, শুরু করা যাক।
• কোয়ালিটি কনটেন্ট।
ব্লগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এই শব্দদুটি বহুবার ব্যবহার করেছি। ব্লগের মতোই ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে 'কোয়ালিটি কনটেন্ট'।
আপনি নিজের দিক থেকে চিন্তা করুন, আপনি কেন একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন বা কেন একটা ইউটিউব চ্যানেলের ভিডিয়ো প্রতিনিয়ত দেখেন?
এই সময়টাতে ইউটিউব চ্যানেলের সংখ্যা নেহায়েত কম না৷ ধরে নিচ্ছি আপনি বাংলা ভাষা অনেক ভালো জানেন, সেই তুলনায় ইংরেজি বা হিন্দি কম জানেন৷ এজন্য বাংলা ভাষায় কনটেন্ট তৈরি করে এমন চ্যানেলের ভিডিয়ো দেখেন৷
কিন্তু বাংলা ভাষায় কনটেন্ট তৈরি করে এমন চ্যানেলে'র সংখ্যা'ও প্রচুর। আমরা নির্দিষ্ট কিছু চ্যানেলের ভিডিয়ো দেখি শুধু, আর যেসকল চ্যানেলের ভিডিয়ো দেখি সেগুলোই সবসময় আমাদের ইউটিউব হোম পেইজে আসে৷
একই ব্যাপার ঘটবে আপনার অডিয়েন্সদের ক্ষেত্রে'ও৷ তারা আপনার ভিডিয়ো দেখবে কি-না, তার পুরোটাই নির্ভর করবে আপনার কনটেন্টের কোয়ালিটির উপর। কারণ তারা কেউই আপনার ভিডিয়ো দেখতে বাধ্য নয়।
• আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করা।
ইউটিউবে যখন আমরা প্রয়োজনীয় ভিডিয়ো খুঁজি, অনেকগুলো ভিডিয়ো আমরা পেয়ে যাই৷ ও-ই অবস্থাতে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই, কোন ভিডিয়োটা দেখব আর কোনটা দেখব না৷
এক্ষেত্রে ভিডিয়োর ভিতরে কি আছে, আমরা দেখতে পাই না৷ কোন ভিডিয়ো দেখব আর কোনটা দেখব না, এটা আমরা ঠিক করি থাম্বনেইল দেখে। তাই চেষ্টা করুন থাম্বনেইল আকর্ষণীয় করে তৈরি করতে।
• টাইটেল।
ভিডিয়োর টাইটেল অনেকটাই থাম্বনেইলের মতো কাজ করে৷ টাইটেল ভিডিয়ো সম্পর্কে অনেকটা ধারণা দেয়, ফলে ব্যবহারকারী টাইটেল থেকে বুঝতে পারে তারা তাদের প্রয়োজনীয় ভিডিয়ো খুঁজে পেয়েছে কি-না।
তাই চেষ্টা করুন এমন টাইটেল লিখতে, যা থেকে পুরো ভিডিয়ো সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এতে আপনার ভিডিয়োর ভিউয়ের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে।
• ডেসক্রিপশন।
আমি খেয়াল করে দেখেছি, যারা নতুন কনটেন্ট তৈরি করেন বা চ্যানেল পরিচালনা করেন, তাদের মধ্যে ডেসক্রিপশন ব্যবহার না করার প্রবণতা রয়েছে। কিন্তু ডেসক্রিপশন থেকে ব্যবহারকারীরা ভিডিয়ো সম্পর্কে ধারণা পায় আর যেসকল তথ্য ভিডিয়োতে থাকে না, সেগুলো জানতে পারে।
সবসময় চেষ্টা করুন সাজানো গোছানো ডেসক্রিপশন লিখে ভিডিয়োতে যুক্ত করে দিতে। এতে আপনার কনটেন্টের গুরুত্ব ব্যবহারকারীদের কাছে অনেকটাই বৃদ্ধি পাবে।
• এসইও।
ইউটিউব চ্যানেল গ্রো করতে এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত আমরা যখন প্রয়োজনীয় কোন কনটেন্ট খুঁজি, তখন নির্দিষ্ট একটি কি-ওয়ার্ড সার্চ বারে লিখে সার্চ করি৷ এতে আমরা ও-ই বিষয়ের অনেকগুলো কনটেন্ট পেয়ে যাই৷
তো স্বাভাবিকভাবেই সেখানে থাকা কয়েকটা ভিডিয়ো আমরা দেখি, সবগুলো দেখা হয় না৷ যখন আপনি আপনার ভিডিয়ো এসইও করবেন, তখন সেটা সার্চ রেজাল্টে আসবে আর এতে করে নতুন অডিয়েন্স তৈরি হবে।
এসইও নিয়ে আলোচনা করতে গেলে বেশ সময়ের প্রয়োজন। আমি শুধুমাত্র এসইও নিয়ে আলোচনা করে পরবর্তীতে পোস্ট করব। এখন আপনারা চাইলে গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে এসইও সম্পর্কে বেসিক ধারণা নিতে পারেন৷
• সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন৷
ইউটিউব চ্যানেল গ্রো করার অন্যতম উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। আপনি একটা চ্যানেল পরিচালনা করছেন, এটা সোশ্যাল মিডিয়াতে থাকা আপনার অডিয়েন্সদের জানাতে পারেন৷
এতে তারা ইউটিউবে আপনার সাথে যুক্ত হতে পারবে।এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আপনার অডিয়েন্সের সংখ্যার উপর নির্ভর করবে আপনি কত দ্রুত ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন।
এই পোস্টে আমি শুধুমাত্র অর্গানিকভাবে ইউটিউব চ্যানেল গ্রো করার উপায় নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে টাকা খরচ করে'ও চ্যানেল গ্রো করতে পারবেন। আর কিভাবে টাকা খরচ করে চ্যানেল গ্রো করতে হয়, সেই উপায় নিয়ে আলোচনা করে আমি শীগ্রই পোস্ট করব৷ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন৷
স্টে পজিটিভ স্টে স্ট্রং 🔥
writer:Muntasir Mahdi