কাছের মানুষের প্রতি প্রত্যাশা কি অপরাধ
?
কারো থেকে ভালোবাসা আশা করাটা কি ভুল কিছু? আমাকেও কেউ বুঝবে, আমার জীবনও সুন্দর হবে- এই স্বপ্ন দেখা কি অপরাধ?
বাস্তবিক অর্থে, আমাদের জীবনের সমস্যাগুলো পর্যালোচনা করলেই দেখা যাবে, অধিকাংশ সমস্যার মূলেই রয়েছে- একে অপরের প্রতি এক্সপেক্টেশন। কিছু জিনিস আশা করা যেমন সম্পর্কের গতানুগতিক অধিকারের মাঝে পড়ে, তেমনি কিছু এক্সপেক্টেশন বয়ে নিয়ে আসে সম্পর্কের জন্য মহাবিপদ!
এমনই কিছু অস্বাস্থ্যকর এক্সপেক্টেশন নিয়ে আমরা এখানে কথা বলব ~
১. "সম্পর্কের সবকিছুই আমার ইচ্ছামতন হবে" - একটি সুন্দর সম্পর্কে সব সময় মনে রাখা জরুরী যে সম্পর্কে দু'জন আলাদা মানুষ বিদ্যমান। তাই তাদের সব ভালো লাগা, স্বভাব, অভ্যাস ভিন্ন হতেই পারে!
২. " অন্যজন সর্বক্ষেত্রে আমাকে বুঝবে"- আমাদের যেমন সব সময় মন মেজাজ একই রকম থাকে না, তেমনি এই কথাটি লাইফ পার্টনারের বেলাতেও সত্যি! তাই কখনো কখনো আমাদেরও বোঝার চেষ্টা করা উচিত।
৩. " সব সময় আমিই ঠিক,এবং অন্যজন ক্ষমা চাইবে"- সম্পর্কে দুজনেরই কিছু না কিছু ভুল থাকে, এবং দু'জনেই ভুল স্বীকার করলে সম্পর্ক সহজভাবে নিতে সুবিধা হয়।
৪. "আপনার পার্টনার, আপনার জীবন সবসময় অ্যাডভেঞ্চারে ভরিয়ে রাখবে।"- বাস্তব জীবন আসলে সবসময় খুব একটি রোমান্টিক আর অ্যাডভেঞ্চার পূর্ণ নয়।জীবনে সুখ- দুঃখ, চড়াই-উৎরাই তো আছেই,সাথে আছে একটি স্বাভাবিক জীবনও!
৫." আপনার কাছের মানুষের সময় শুধুমাত্র আপনার অধিকার।"- প্রতিটি মানুষের নিজস্ব ভুবনে সে নিজে এবং তার বহু আপনজনেরা থাকে। তাই কোন মানুষের সময়ের ভাগীদারই কখনো শুধুমাত্র একজন হতে পারো না!
ভালো থাকার দ্বিপাক্ষিক প্রত্যাশা তাই কখনো খারাপ কিছু নয়, বরং এটি প্রত্যেকের অধিকার। কিন্তু খেয়াল রাখতে হবে, সেই প্রত্যাশা যাতে অন্য কারো কাছে বোঝা হয়ে না দাঁড়ায়।
— সংগৃহীত