কাসাসুল হাদিস
এক সুখপাঠ্য!
যেখানে গল্পে গল্পে হেঁটে গেছি বিগত থেকে আগত যামানার জনপদে।
হারিয়েছি দুনিয়া সৃষ্টিরও আগে রাব্বুল আলামিনের আরও সব সৃষ্টির গল্পে।
একেকটি হাদীসের ভেতর থেকে উঠে আসা মুক্তোগুলো ঝরে ঝরে পড়েছে হৃদয়ের আরশিতে।
ভীষণ সাবলিল, অথচ গোছানো উপস্থাপনায় উঠে এসেছে এই ভূখণ্ড সৃষ্টিরও আগে সৃষ্ট জান্নাত-জাহান্নাম ও রাব্বুল হক্বের প্রিয় হাবীব সারওয়ারে কায়েনাত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমসাময়িক ঘটনাবলী।
শুধুই কী এইটুকু!
এরপর একে একে গল্পের পথ ধরে পেরিয়ে গেছি বর্তমানকে ছাড়িয়ে কিয়ামত, হাশর ও পুলসিরাতের সত্য ও শাশ্বত ঠিকানায়।
এ নিছক কোনো রূপকথার শিশুদের ঘুম পাড়ানো ককল্পকাহিনী নয়।
নয় বানোয়াট কেচ্ছা!
রাসূলে পাক সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যবান নিঃসৃত ঘটনাবলী , পরম সত্য গল্প সমগ্র।
আমার মতো অধৈর্য্য ও অস্থির চিত্তের মানুষ যেই বইটি গ্রোগাসে পড়ে ফেলে, কোথাও বিরতি নিয়ে রাখবার পরে এরপরের ঘটনা জানবার জন্য উশখুশ করে, তা অবশ্যই অসাধারণ একটি হাদীসের শ্রেষ্ঠ ঘটনাবলীর সংকলনই বলা যায়।
টুকিটাকি বানানের বিচ্যুতি বাদে তেমন কোনো ভ্রান্তি আমার মতো সাধারণ পাঠকের চোখে পড়েনি।
আশাকরি দ্বিতীয় সংস্করণে বিচ্যুতি সমস্ত কাটিয়ে বইটি ফিরে আসবে আরও নিঁখুত রূপে।
বইটির প্রকাশনা মাকতাবাতুস সুন্নাহ, যদ্দুর জানি নতুন একটি মাকতাবা।
এই বইটির মাধ্যমে তারা ইতোমধ্যেই পাঠক মহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছে, মা শা আল্লাহ।
আল্লাহ তাদের অব্যাহত মেহনত কবুল করুক।
যুগোপযোগী ও উপকারী বই আরও চাই, আরও যেন পাই।
বইঃ কাসাসুল হাদিস
লেখকঃ ড. মুস্তফা মুরাদ আযহারী
পৃষ্ঠাঃ ৪৫০
মুদ্রিত মূল্যঃ ৭৯৮৳
প্রকাশনাঃ মাকতাবাতুস সুন্নাহ Maktabatus sunnah