শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

How naughty we are to impress people

 (1)


 Almost all of us know about the meeting of two women with Musa (peace be upon him) in Madyan.


 They came to water their goat from a well.  He came to the well and saw that many men were drawing water from the well for their own needs.  Since there were a lot of men coming to the well, the two of them thought it would be better to wait at a distance instead of going to the well.  As soon as the men left, they decided to go to the well.


 But over time, that is likely to change.  The two women also stood and waited.


 The matter came to the notice of Musa Alaihis Salam.  He realized that the two girls were not coming to the well because of the anagona of the men.  Again, they did not understand that they have been standing for a long time  What can be done in this situation?


 Moses (peace be upon him) decided that he would rather bring water to the goats of the two women.  By doing this, they don't have to come among the men anymore, they don't have to stand away and count the waiting hours.


 The work that you think.  Moses (peace be upon him) brought water to their goats at his own risk.


 We also know the following story: The girls did not forget to tell the story of the help of Musa (peace be upon him) to their father.  The father of the girls wanted to reward such a benevolent servant of God  He sent for Musa (peace be upon him).


 When the girls came in front of their father, one of the girls said to their father, 'Father, you better hire this man.  You should hire people who are strong and capable '.  - Surah Al-Qasas, verse 26


 The meeting of the two girls with Musa (peace be upon him) is but momentary.  How did they realize in such a short time that Musa (as) was a strong and faithful man, without any previous identity?


 There is a beautiful explanation in the commentary.  The well from which Musa (peace be upon him) watered the two goats had a heavy iron lid on the mouth of the well.  It would have been difficult for ten people to move the lid together.  But, the two girls saw that Musa Alaihis Salam removed the heavy lid alone and made water!  Seeing this, they realized that this man must be a strong man.


 However, how did he know that he was faithful?


 The commentators also said: On the way to the girls' house, Musa (as) said to the two girls, "I walk first, you follow me."  If I start going the wrong way, you will just throw a stone and show me the right way '.


 Do you know why Musa Alaihis Salam wanted to walk before the girls?  Because if he follows the girls, then Satan will want to focus his attention on the girls again and again.  The Prophet Moses (peace be upon him) wanted to walk earlier that day to avoid the whisperings of the devil and to guard his eyesight, even though he did not know the way to their house at all.


 The man who is so diligent in guarding his character, his gaze, who hides his gaze from lonely women in this way, will be faithful.  So, the thinking of the women was not in vain.


 (2)


 I think: What a wonderful example Moses left for us in today's world of show-offs!


 Nowadays we do not try to show our quality to others, to show it to others!  I know a lot of guys who wear expensive clothes, buy expensive models of bikes, go to expensive restaurants to impress their girlfriends.  There are many girls who have the same thoughts all day long - how to impress their boyfriend more, how to make him more fascinated, more fascinated by his looks and qualities.  I've heard stories like this: The boy goes to the gym and works hard to build a six-pack body, because he likes his girlfriend's six-pack body.


 However, Musa (peace be upon him) did not rush to impress the two girls but to water their goats.  He wanted to impress only Allah Subhanahu wa Ta'ala.  He has kept his vision as a provision of Allah.  If he let the two girls go ahead, he may have trouble keeping his eyesight, he may be overcome by the whisperings of the devil - out of this fear he wants to go ahead.


 This is to work only to impress Allah, to hold fast to the commandments of Allah with love, to always strive to abide by them কী what did Musa (peace be upon him) get in return for all this?


 He came to Madyan in a state of complete helplessness.  There was no shelter, no provision of food.  However, due to this incident, Allah (swt) gave him shelter in the house of a pious servant.  According to some commentators, the father of the two girls was also a prophet of God.  Not only did Musa (as) find refuge, but he also got one of the two girls as his life partner.


 He has used his power for the benefit of the people.  He did this only to please God.  Even in his helpless, chaotic state, he did not forget his character, the care of his eyes.  As a reward for all this, he got a good shelter, a good life partner and a good guardian (his father-in-law).


 In the world of show off, those of us who die trying to impress others, what do we really get at the end of the day?  And Musa (peace be upon him), whose vow was only to please Allah, to gain Allah's pleasure, tell me what he did not get?


 'Lessons of life taken from Quran-09'


https://youtu.be/f3yM7F-aL9k



বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

একটি জীবনের সহজ সুত্র..যে যেখানে যেমন,,,,অসাধারণ গল্প

 ৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো,

-- আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?


দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।


ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!


-- এই ছেলে.. ১ টাকা দিয়ে কি চাও তুমি?

-- আমি আল্লাহকে চাই। আপনার দোকানে আছে?


দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।


কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো,


-- তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে?


এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷ নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো,


--আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?


--হ্যাঁ পাওয়া যাবে...! কত টাকা আছে তোমার কাছে?


--মাত্র এক টাকা।


--সমস্যা নেই। এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে।


দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।


পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন।


ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, "টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন"। 


মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা-

"আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ... আমি তো শুধু উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে। যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেড়িয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিলো, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস... এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া সম্ভব।


(সংগ্রহীত)


শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কিছু গুরুত্বপূর্ণ জীবন-সম্পর্কীত কথা।

 চেহারার সৌন্দর্য নষ্ট হয় চারটি কারণে :

১। মিথ্যা বলা।
২। দুরাচারী হওয়া ।
৩। অনর্থক প্রশ্ন করা।
৪। পাপাচারে লিপ্ত হওয়া।

চেহারায় সৌন্দর্য আসে চারটি কারণে :
১। তাকওয়া।
২। বিশ্বস্ততা।
৩। মহানুভবতা।
৪। অনুগ্রহ।

শরীর অসুস্থ হয় চারটি কাজ করলে :
১। অতিরিক্ত কথা।
২। অতিরিক্ত ঘুম।
৩। অতিরিক্ত খাওয়া।
৪। অতিরিক্ত সহবাস (বা হস্তমৈথুন)।

শরীর ধ্বংস হয় চারটি কারণে :
১। দুশ্চিন্তা।
২। দুর্দশা।
৩। ক্ষুধা।
৪। রাত জাগা।

রিজিকে বারাকাহ আসে চারটি কারণে :
১। কিয়ামুল লাইল তথা রাত্রিকালীন সালাত-(তাহাজ্জুদ)
২। ভোররাতে ইস্তিগফার-(তওবা)
৩। ধারাবাহিক দান-সাদাকাহ।
৪। রাতদিন জিকির।

রিজিক সংকীর্ণ হয় চারটি কারণে :
১। ফজরের পর ঘুম।
২। সালাতে অনভ্যস্ততা।
৩। অলসতা।
৪। খেয়ানত ও অসততা।

- ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাগুলো সত্যিই মুগ্ধকর।


কারো চোখের পানি, শূন্যে তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে ফেলা এক ফোঁটা অশ্রুর ব্যাপারে ভয় করুন।
আপনি যেন কারো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তোলা(বদ দোয়ার) কারণ না হোন। আপনি যেন কারো অনবরত অভিশাপের কারণ না হোন।💔

কাউকে ঠকিয়ে, কারো সাথে প্রতারণা করে, কাউকে ফাঁসিয়ে, কারো উপর গায়ের জোর চাপিয়ে, কারো উপর ক্ষমতার দাপট দেখিয়ে, জুলুম করে, ক্ষনিকের জন্য জিতে গিয়ে ভাববেন না আপনি জিতে গিয়েছেন। আল্টিমেটলি আপনি একজন লুজার।

আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, অবশ্যই করেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো। কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না।" (বুখারী, হাদিস : ১৪৯৬)❤️


জীবিত থাকতে আমরা আমাদের অভিভাবকদের অভাবটা যতটা না বুঝতে পারি তারচে বেশি বুঝতে পারি যখন তারা থাকেন অনুপস্থিত! চাচা আবু তালিব মারা যাবার পর প্রথমবার কুরাইশরা রাসুলুল্লাহ সাঃ এর সাথে খারাপ ব্যবহার করে, কুবাক্য দিয়ে আঘাত করে, গায়ে মাটি ছুঁড়ে মারে। আহ্!
বেদনাভরা অন্তরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন,"হে চাচা,কত দ্রুতই না আপনার অভাব অনুভব করছি!!"

বাবা,মা,স্বামী সকলের শাসন তখন মনে পড়ে যখন আসলেই আর তারা থাকেনা। শৈশব থেকে এযাবত কত শত বিষয় রয়েছে যা নিয়ে মন খারাপ করেছি,বাবা মায়ের সিদ্ধান্তে কষ্ট পেয়েছি, জোরপূর্বক জীবনে কত ঘটনা ঘটেছে। অথচ যা কিছুই তারা করেছেন সেটা উত্তম ভেবেই করেছেন।

বাবা না থাকলে একটা ছেলে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস,সংসারের সকল দায়িত্ব যখন কাঁধে উঠে তখন ছেলেটা বুঝতে পারে বাবা কত মেহনত করে গেছেন।
শ্বশুরবাড়িতে আগুনের পাশে গরমে তাপ সইতে গেলেও একটা মেয়ে বুঝতে পারে মা কিভাবে একা সংসারের সবকিছু ম্যানেজ করতো, প্রতিটি ধাপে ধাপে সে ফিল করতো বাবা মায়ের কাছে সে কতটা নিশ্চিন্ত জীবনযাপন করেছে। একজন বিধবাই শুধু জানে স্বামী জীবনের কতখানি জুড়ে ছিলো!

আহারে কত সহজেই না আমরা অভিযোগ তুলি, কত সাবলীলভাবে বলে দেই তুমি আমার জন্য করেছো'টা কি? কি!!!

- আশফিকা নওশিন



এই যে দিনের পর দিন সালাত আদায় করছি না, পর্দা করছি না আল্টিমেটলি ঠকাচ্ছি কাকে?

আজ যেই ছেলেটা কিংবা মেয়েটার উপর ভরসা করে আপনি আপনার ইসলামকে ছেড়ে দিয়েছেন। আপনার মৃত্যুর পর দূরে থাক ব্রেকআপ হওয়ার পরই আপনার খোঁজ নিবে না? আপনি যেই রাস্তা দিয়ে আসছেন সে দেখা মাত্র সেই রাস্তা দিয়ে আর আসবে না। আর আপনি তার উপর ভরসা করে আপনার রবকে ভুলে বসে আছেন!

আপনি সালাত আদায় না করলে, পর্দা না করলে, হারাম থেকে বেঁচে না থাকলে এই সমাজ কিংবা জাতির কিছু যায় আসে না। আল্টিমেটলি মৃত্যুর পর আপনাকেই জবাবদিহি করতে হবে। মৃত্যুর পরের জার্নিতে আপনার সহচর কেউ হবে না!

আজ যেই ফ্রেন্ডদের পাল্লায় পড়ে আপনি আপনার আসল গন্তব্য ভুলে গিয়েছেন। মজা-মাস্তি, নারী, সিনেমার জগতে ডুবে গিয়েছেন আসলে তারা কেউই আপনার আসল বন্ধু নয়? মৃত্যুর পর তারা কেউ আপনাকে আর মনে রাখবে না! আল্টিমেটলি আপনি তাদের সাথে তাল মিলিয়ে নিজেকে ঠকাচ্ছেন?



তিনটি বিষয় নিয়ে কখনো বেশী চিন্তা করবেন না:

(১) আপনার উপর জুলুম হয়েছে, কষ্ট দিয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, সেটা নিয়ে বেশী ভাববেন না। তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা-বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।

(২) অভাব নিয়ে চিন্তা করবেন না। তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরী হবে।

(৩) দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না। তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয় কাল নেক আমল করবো, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে।

(তানবীহুল গাফেলীন, পৃ: 572)
#GetConnectedWithAllah ✨🖤

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

যা "The Kiss of Life' নামে পরিচিতি পায়।

 জীবন বাঁচানোর প্রচেষ্টার এই ছবিটি ১৯৬৭ সালে তুলেছিলেন ফটোগ্রাফার Rocco Morabito যা পরে  'The Kiss of Life' নামে পরিচিতি পায়। 



Randall Champion নামের একজন লাইনম্যান হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন স্পর্শ করে জ্ঞান হারিয়ে ফেলেন। সেফটি হার্নেস থাকায় খুঁটিতে উল্টো হয়ে ঝুলতে থাকেন। 


এসময় তার সহকর্মী J.D. Thompson তার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে টের পেয়ে প্যারামেডিকরা না আসা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা হিসেবে মাউথ টু মাউথ CPR ( Cardio Pulmonary Resuscitation ) দিতে থাকেন।  


থম্পসনের তড়িৎ সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বেঁচে যান। 


কাজে যাওয়ার পথে আকস্মিক এই ঘটনার ছবি তুলে পুলিৎজার পুরস্কার পান ফটোগ্রাফার। চ্যাম্পিয়ন ২০০২ সালে মারা যান, থম্পসন এখনো বেঁচে আছেন।


পুনশ্চ : আমরা কি স্কুল-কলেজে এখনও বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পদ্ধতি হাতেকলমে শিখাতে পেরেছি?


(সংগৃহীত)

শনিবার, ৩ জুলাই, ২০২১

Bill Gates girl fell in love with the Muslim youth

 Jennifer, the eldest daughter of Bill Gates, the world's richest man, and Nayel Nasser, an ordinary Muslim young man, the love story of Jennifer-Nasser is like a fairy tale.  And like ten ordinary people, their love began in a very ordinary way.


 Niall Nasser met Jennifer Gates while studying at Stanford University in California.  Both of them were very interested in horse racing.  It's because of this interest that the two come closer.  Together they also took part in various horse races.  In this way, Nasser gradually took place in Jennifer's mind.


 Nasser graduated in economics from Stanford University in 2013.  She returned to the university in 2016 to help Jennifer with her human biology.

 Jennifer and Nasser exchanged rings earlier this year.  They are going to tie the knot very soon.


 Born in Chicago, Illinois, USA, Nasser grew up in Kuwait.  Nasser has a unique role to play in helping Egypt reach the finals of the 2020 Olympics (Tokyo) almost 70 years later.


 In 2016, for the first time, Nasser posted a picture with Jennifer on Instagram.  They were seen spending a beautiful moment in that photo of Valentine's Day celebrations in Florida.


 Not only horse racers, Nayel Nasser also has a business in San Diego, California.  Jennifer-Nasser will start her family there after marriage.




From Rakhal to the Governor of Bangladesh Bank - 150 rupees that loan has not been repaid even today!

 I was born in Ajparagaon of Jamalpur district.  We had to go to a town 14 km away on foot or in Sa.


 Ride alone.  My uncle Mofizuddin was the only metric pass in the whole village.  My father is a very poor landless farmer.  We are five brothers, three sisters.  We used to spend our days without eating.


 My grandfather's financial situation was fair.  But he did not let my father stay in his house.  We had so many siblings and parents living in a hut a short distance from my grandfather's house.  The mother received a small portion of the grandfather's property from her father's house.  Three bighas of land were bought in it.  In that land which was unsuitable for cultivation, what my father used to grow with great difficulty, he used to gather food for 5/6 months in a year.  What poverty is, I have come to realize - there is no food, no clothes to wear;  What a situation!


 My mother was little educated.  He is the key to my studies.  Then I was admitted to the primary school next to my house. But my family was so deprived that when I got up to the third grade, I did not have the opportunity to continue my studies.  The elder brother left school earlier and went to work.  I also had to leave school to earn a living.


 We had a cow and a few goats.  I grazed them in the field from morning to evening.  In the afternoon I would go to the market and sell cow's milk.  In this way, the two brothers were spending their days on what they used to earn.  After a while, I went to a pan-bidi shop with eight rupees saved from the sale of milk.  I used to sit in the shop every day from morning till evening.  Study tobandhai, I will do at all - that was not a dream!


 One afternoon the elder brother said, there will be a drama on the school field today.  I clearly remember, I didn't have any clothes to wear then.  After Khaliga and Lungi, I went to see the drama with my brother.  Arriving at school, I was shocked!  All around is such a colorful and wonderful environment!  I thought I could be like everyone else.  I decided that what I really needed to do was learn how to do it right.


 On the way home after watching the drama, I told my elder brother, can I not come back to school?  My brother remembered what I was saying, whether it was because of the way he spoke or because of his sad look or for some other reason.  He said, "Okay, I'll talk to the headmaster tomorrow."


 The next day the two brothers went to school again.  The older brother made me stand outside the headmaster's room and went inside.  I can hear clearly from outside, the brother says that I should be given the opportunity to participate in the annual examination.  But the headmaster said in a contemptuous manner, what is studied with everyone!  My head went down when I heard Sir's words.  As much as I went to school with hope, all fell to dust in one word of Sir.  However, my elder brother insisted on getting permission to give me the exam. There were only three months left for the exam.  When I returned home, I told my mother that I had to take three months off.  I will not stay here.  Because there is no food in the house, no clothes to wear - I don't have any books, but I have to pass the exam.


 Mother said, where to go?  I said, I will go to the house of my one-time classmate and now the first boy of the class, Mozammel.  I have an acquaintance with his mother.  In the few days I've talked, I've been a very good person.  I believe he can't bring me back.


 I went to Mozammel's house in a daze.  Khalamma gladly agreed to open everything.  My food and shelter were gathered;  A new life began.  I started studying anew.  I immediately remembered the contemptuous words of the headmaster, as if he had acted stubbornly;  Let's study better.


 The test started on time.  I'm finishing one test at a time and I'm getting more and more excited.  My confidence is also increasing. On the day the results were announced, I went to school and sat in the first row.  The headmaster brought the results.  I noticed that he was hesitant to read.  He is looking at me sideways.  Then announced the results.  I was the first!  Hearing the news, the elder brother cried with joy.  I'm just impassive - as if that was supposed to happen.


 On the way home he saw an unprecedented scene.  My brother and I are walking proudly.  And in the back, a group of children are shouting slogans at us.  The whole village responded!  My illiterate father, to whom the first and the last are the same, is also overjoyed;  He just realized that the boy had done something special.  When he heard that I had gone upstairs to buy a new boila, he took the khasita of the house to the market the next day and sold it for 12 rupees.  Then he went to Jamalpur with me. I bought a new book from Nabnoor Library there.


 My life has changed completely now.  I go to school every day.  I do household chores in my spare time.  I have already fallen in love with Sir.  Fayez Maulvi Sir began to look after me like his child.  Everyone's caress, care, affection, I was the first to rise to the fifth grade.  Uncle Mofizuddin, the only metric pass in the village so far, looked for me.  I took refuge in his house.


 After completing my primary education, I was admitted to Dighpait Junior High School.  Uncle is the teacher of that school.  Other teachers also spoke of my struggle.  So I got extra caress and love from everyone.


 When I passed the seventh grade and went to the eighth grade, one day my uncle cut an advertisement and showed it to me.  That was the advertisement for admission in cadet college.  I filled the form and sent it in time.  Needless to say, my name was Ataur Rahman.  But on the admission form of the cadet college, the headmaster of the school wrote my name Atiur Rahman and told my uncle that something big would happen to this boy one day.  There are many Ataurs in the country.  His name needs to be a little different;  So I did Atiur.


 I woke up at night to study and prepare.  I went to take the test with my uncle on the appointed day.  That was the first time in my life to go to Mymensingh.  Go and see everything in the eye charakagacha!  Out of so many boys, I came only in pajamas and sponge! I thought it was better not to come.  I suffered unnecessarily.  I took the test anyway;  I didn't think so.  But after two months of correspondence, I was elected.  Now I have to go to Dhaka Cantonment for the final exam.


 Everyone is very happy;  Only I am disappointed.  I don't have any pants, I'll go later.  At the end, I borrowed the full pants of the school clerk Kanai Lal Biswas.  I got another shirt.  Uncle and I left for Dhaka.  Uncle taught me to take the oral test and stand at the door and say: Ma I come in sir?  That's right.  But I spoke so loudly that everyone present laughed out loud.


 Mirzapur Cadet College principal M. one of the examiners.  W.  Pete stared at me from head to toe.  He sat me down with absolute affection.  In a moment he became very close to me.  I thought, I have no fear if he is.  Pete Sir looked at my written test book.  Then he talked to other examiners in English.  Although I didn't understand everything, I could guess that I liked them.  However, they did not say anything. The next day I returned home after visiting Dhaka city.  I concentrated on my studies as usual.  Because I have assumed, I will not have a chance.


 Suddenly the letter came three months later.  I was finally elected.  It will cost 150 rupees per month.  Of this, 100 rupees will be given as scholarship, the remaining 50 rupees will have to be provided to my family.  I was heartbroken after reading the letter.  Where my family can't afford to eat three meals a day, I'm living in my uncle's house, I can't even think of paying 50 rupees a month!


 When this was the case, for the first time, my grandfather became vocal.  After so many years, he looked for his grandson (me).  He took me to another uncle and said, "Can't my grandson study even if I have such a good opportunity?"  But their condition was not very good.  They said, I will collect 50 rupees at least once, but it is not possible every month.  Grandpa also understood the matter.


 I did not see any more light of hope and went to that Fayez Maulvi Sir.  He said, I will not worry about staying.  The next day he went to the market with two more colleagues and me.  He went to the shops to get towels. He asked everyone for help.  Everyone gave eight annas, four annas, one taka, two takas as much as they could.  In all, it was 150 rupees.  And the uncle gave 50 rupees.  With this little money I was admitted to Mirzapur Cadet College.  Excluding travel expenses, I paid three months salary at 150 rupees.  Another life began.


 M. on the first day.  W.  Pete Sir came to see me.  I said everything openly.  I also informed that since I could not afford the salary, I had to leave the cadet college after three months.  After hearing all, Sir took my matter to the board meeting and arranged a scholarship of 150 rupees.  Since then I have not had to look back.  In the SSC examination, I got the fifth position in the Dhaka board and many more successes were added.


 My life is full of donations from ordinary people.  Later I went to school and college in my area.  When we help as much as we can, we also cooperate.  But 150 rupees taken from that market;  That debt has not been repaid even today.  Even if I sacrifice my whole life, that debt will not be repaid!


 Dr.  Atiur Rahman




https://www.facebook.com/1171870950/posts/10208576972879750/?sfnsn=mo



শনিবার, ২৬ জুন, ২০২১

বিকাশের পিন ভুলে রিসেট করবেন যেভাবে?

 বিকাশের পিন ভুলে রিসেট করবেন যেভাবে


পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখন নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য যাচাই(ভেরিফাই) করে পিন রিসেট করতে পারবেন গ্রাহক। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত গ্রাহককে আরো বেশি সক্ষম করে তুলতে সম্প্রতি এই সেবা চালু করেছে দেশের সবেচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

ধাপে ধাপে কিভাবে পিন রিসেট করতে পারবেন তা https://www.bkash.com/bn/pin-reset এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন গ্রাহক।


বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) নম্বর প্রয়োজন। পিন নম্বর সুরক্ষিত এবং গোপন রেখেই বিকাশ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিকাশ গ্রাহকের পিন তিনি নিজেই সেট করে নেন, ফলে একজন গ্রাহকের পিন কেবল তিনিই জানেন। অর্থ্যাৎ পিন সেট করা হয়ে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সুরক্ষিত হয়ে যায় এবং কারো পক্ষেই বিকাশ সিস্টেম থেকে ঐ পিন জানার কোন সুযোগ থাকে না। তাই পিন ভুলে গেলে গ্রাহকের সেট করা আগের পিন ফিরিয়ে দেয়ার কোন সুযোগ নেই। 


গ্রাহক পিন ভুলে গেলে নতুন একটি অস্থায়ী( টেম্পোরারি) পিন রিসেট করে আবার গ্রাহককেই পিন রিসেট করার সুযোগ  দেয় বিকাশ। সাধারণত কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বর ১৬২৪৭, বিকাশ ফেসবুক পেজ এর লাইভ চ্যাট অপশন এবং ইমেইল এর মাধ্যমে যথাযথ তথ্য দিয়ে নতুন পিন রিসেট এর জন্য অস্থায়ী পিন পেতে পারেন গ্রাহক। 


বিকাশের নতুন এই সেবায় গ্রাহক এখন ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে নিজেই নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করে অস্থায়ী পিন পেয়ে যাবেন। *২৪৭# ডায়াল করে ৯ নম্বর অপশনের পিন রিসেট ডায়াল করতে হবে। পরের ধাপে জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট যে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি দিতে হবে। পরের ধাপে জন্ম সালের চারটি সংখ্যা দিতে হবে। এরপর গ্রাহককে বিগত ৯০ দিনের মধ্যে তার করা শেষ ১০টি আউটগোয়িং ট্রানজেকশনের যেকোন একটির তথ্য দিতে হবে। আর যদি শেষ ৯০ দিনের মধ্যে কোন আউটগোয়িং ট্রানজেকশন না করে থাকনে তাহলে ‘নো ট্রানজেকশন’ অপশন নির্বাচন করবেন।  গ্রাহকের দেয়া সব তথ্য সঠিক থাকলে তিনি পাঁচ সংখ্যার অস্থায়ী পিন পেয়ে যাবেন।


এরপর *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে নিজেই নতুন পিন রিসেট করে নিতে পারবেন গ্রাহক। 


অস্থায়ী পিন এসএমএস-এ পাবার পর বিকাশ অ্যাপে পিন রিসেট করতে লগইন পেজ থেকে ‘পিন ভুলে গিয়েছেন’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পরের ধাপে ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) এবং অস্থায়ী পিন দিয়ে গ্রাহক নিজের পছন্দ অনুসারে এলোমেলো পাঁচ সংখ্যার নতুন পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন। 


ইউএসএসডি চ্যানেলে পিন রিসেট করতে *২৪৭# ডায়াল করে মাই বিকাশ থেকে ‘চেঞ্জ মোবাইল মেন্যু পিন’ নির্বাচন করতে হবে। পরের ধাপে পুরাতন পিন চাইলে অস্থায়ী পিন নম্বরটি দিতে হবে। এরপর গ্রাহক নিজের পছন্দ অনুসারে পাঁচ সংখ্যার নতুন এলোমেলো পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।


একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...