শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

কিছু গুরুত্বপূর্ণ জীবন-সম্পর্কীত কথা।

 চেহারার সৌন্দর্য নষ্ট হয় চারটি কারণে :

১। মিথ্যা বলা।
২। দুরাচারী হওয়া ।
৩। অনর্থক প্রশ্ন করা।
৪। পাপাচারে লিপ্ত হওয়া।

চেহারায় সৌন্দর্য আসে চারটি কারণে :
১। তাকওয়া।
২। বিশ্বস্ততা।
৩। মহানুভবতা।
৪। অনুগ্রহ।

শরীর অসুস্থ হয় চারটি কাজ করলে :
১। অতিরিক্ত কথা।
২। অতিরিক্ত ঘুম।
৩। অতিরিক্ত খাওয়া।
৪। অতিরিক্ত সহবাস (বা হস্তমৈথুন)।

শরীর ধ্বংস হয় চারটি কারণে :
১। দুশ্চিন্তা।
২। দুর্দশা।
৩। ক্ষুধা।
৪। রাত জাগা।

রিজিকে বারাকাহ আসে চারটি কারণে :
১। কিয়ামুল লাইল তথা রাত্রিকালীন সালাত-(তাহাজ্জুদ)
২। ভোররাতে ইস্তিগফার-(তওবা)
৩। ধারাবাহিক দান-সাদাকাহ।
৪। রাতদিন জিকির।

রিজিক সংকীর্ণ হয় চারটি কারণে :
১। ফজরের পর ঘুম।
২। সালাতে অনভ্যস্ততা।
৩। অলসতা।
৪। খেয়ানত ও অসততা।

- ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাগুলো সত্যিই মুগ্ধকর।


কারো চোখের পানি, শূন্যে তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে ফেলা এক ফোঁটা অশ্রুর ব্যাপারে ভয় করুন।
আপনি যেন কারো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তোলা(বদ দোয়ার) কারণ না হোন। আপনি যেন কারো অনবরত অভিশাপের কারণ না হোন।💔

কাউকে ঠকিয়ে, কারো সাথে প্রতারণা করে, কাউকে ফাঁসিয়ে, কারো উপর গায়ের জোর চাপিয়ে, কারো উপর ক্ষমতার দাপট দেখিয়ে, জুলুম করে, ক্ষনিকের জন্য জিতে গিয়ে ভাববেন না আপনি জিতে গিয়েছেন। আল্টিমেটলি আপনি একজন লুজার।

আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, অবশ্যই করেন।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো। কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না।" (বুখারী, হাদিস : ১৪৯৬)❤️


জীবিত থাকতে আমরা আমাদের অভিভাবকদের অভাবটা যতটা না বুঝতে পারি তারচে বেশি বুঝতে পারি যখন তারা থাকেন অনুপস্থিত! চাচা আবু তালিব মারা যাবার পর প্রথমবার কুরাইশরা রাসুলুল্লাহ সাঃ এর সাথে খারাপ ব্যবহার করে, কুবাক্য দিয়ে আঘাত করে, গায়ে মাটি ছুঁড়ে মারে। আহ্!
বেদনাভরা অন্তরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন,"হে চাচা,কত দ্রুতই না আপনার অভাব অনুভব করছি!!"

বাবা,মা,স্বামী সকলের শাসন তখন মনে পড়ে যখন আসলেই আর তারা থাকেনা। শৈশব থেকে এযাবত কত শত বিষয় রয়েছে যা নিয়ে মন খারাপ করেছি,বাবা মায়ের সিদ্ধান্তে কষ্ট পেয়েছি, জোরপূর্বক জীবনে কত ঘটনা ঘটেছে। অথচ যা কিছুই তারা করেছেন সেটা উত্তম ভেবেই করেছেন।

বাবা না থাকলে একটা ছেলে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস,সংসারের সকল দায়িত্ব যখন কাঁধে উঠে তখন ছেলেটা বুঝতে পারে বাবা কত মেহনত করে গেছেন।
শ্বশুরবাড়িতে আগুনের পাশে গরমে তাপ সইতে গেলেও একটা মেয়ে বুঝতে পারে মা কিভাবে একা সংসারের সবকিছু ম্যানেজ করতো, প্রতিটি ধাপে ধাপে সে ফিল করতো বাবা মায়ের কাছে সে কতটা নিশ্চিন্ত জীবনযাপন করেছে। একজন বিধবাই শুধু জানে স্বামী জীবনের কতখানি জুড়ে ছিলো!

আহারে কত সহজেই না আমরা অভিযোগ তুলি, কত সাবলীলভাবে বলে দেই তুমি আমার জন্য করেছো'টা কি? কি!!!

- আশফিকা নওশিন



এই যে দিনের পর দিন সালাত আদায় করছি না, পর্দা করছি না আল্টিমেটলি ঠকাচ্ছি কাকে?

আজ যেই ছেলেটা কিংবা মেয়েটার উপর ভরসা করে আপনি আপনার ইসলামকে ছেড়ে দিয়েছেন। আপনার মৃত্যুর পর দূরে থাক ব্রেকআপ হওয়ার পরই আপনার খোঁজ নিবে না? আপনি যেই রাস্তা দিয়ে আসছেন সে দেখা মাত্র সেই রাস্তা দিয়ে আর আসবে না। আর আপনি তার উপর ভরসা করে আপনার রবকে ভুলে বসে আছেন!

আপনি সালাত আদায় না করলে, পর্দা না করলে, হারাম থেকে বেঁচে না থাকলে এই সমাজ কিংবা জাতির কিছু যায় আসে না। আল্টিমেটলি মৃত্যুর পর আপনাকেই জবাবদিহি করতে হবে। মৃত্যুর পরের জার্নিতে আপনার সহচর কেউ হবে না!

আজ যেই ফ্রেন্ডদের পাল্লায় পড়ে আপনি আপনার আসল গন্তব্য ভুলে গিয়েছেন। মজা-মাস্তি, নারী, সিনেমার জগতে ডুবে গিয়েছেন আসলে তারা কেউই আপনার আসল বন্ধু নয়? মৃত্যুর পর তারা কেউ আপনাকে আর মনে রাখবে না! আল্টিমেটলি আপনি তাদের সাথে তাল মিলিয়ে নিজেকে ঠকাচ্ছেন?



তিনটি বিষয় নিয়ে কখনো বেশী চিন্তা করবেন না:

(১) আপনার উপর জুলুম হয়েছে, কষ্ট দিয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, সেটা নিয়ে বেশী ভাববেন না। তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা-বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।

(২) অভাব নিয়ে চিন্তা করবেন না। তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরী হবে।

(৩) দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না। তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয় কাল নেক আমল করবো, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে।

(তানবীহুল গাফেলীন, পৃ: 572)
#GetConnectedWithAllah ✨🖤

কোন মন্তব্য নেই:

একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...