নগদ একাউন্টের পিন ভুলে গালে যা করণীয়,, নতুন পিন পাবার নিয়ম।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে নতুন পিন বা পাসওয়ার্ড পাওয়া নিয়ম খুবই সহজ।বেস কয়েকটি উপায় রয়েছে নতুন পিন রিসেট,(reset nagad pin code)করার।,,তবে আমারা সবচেয়ে সহজ নিয়মটি দেখিয়েছি।ফলে আপনি কয়েক মিনিটের মধ্যে নতুন পিন পেতে পারেন,,
তাই আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং নিছের ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমে আপনাকে nagad কাস্টমার কেয়ারে কোল করতে হবে।তাই আপনার ফোন নাম্বার থেকে নগদ হেল্পলাইনে কল করুন,09609-616167🎧 তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। চেষ্টা করবেন যে নাম্বার থেকে nagad Account খোলা হয়েছে সেই নাম্নার থেকে কল দিতে।কল দেয়ার পর আপনি আপনার সমস্যার কথা বলুন-,আপনি ছাইলে এই ভাবে বলতে পারেন-আমি আমার নগদ একাউন্টের পিন ভুলে গেছি?অথবা আপনি নিজের মত করে বলতে পারেন তাতে সমস্যা নেই তারা আপনাকে সাহায্য করবে।যে কেউ আপনার একাউন্টের পিন বা পাসওয়ার্ড রিসেটের জন্য রিকুয়েস্ট পাঠাতে পারে।তাই আপনি আসল ব্যাক্তি কিনা তা বোঝার জন্য নগদ আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে।টেনশ্নের কিছুই নেই।তারা আপানাকে খুব সহজ কিছু প্রশ্ন করবে। যেমন আপনার মা-বাবার-নাম?আপনার জন্ম তারিখঃঠিকানা ইত্যাদি। অথবা তারা আপনার নগদ একাউন্টের সর্বশেষ লেনদেনের পরিমান জানতে চাইতে পারে।অথবা পরুনো মেসেজ থেকে তা জানতে পারেন তবে মনে রাখবেন আপনার ন্যাশ্নাল আইডি কার্ড এই তথ্য গুলো যেভাবে আছে সেই ভাবেই বলতে হবে।অথবা অন্য কোনো ডুকুমেন্ট দুয়ে একাউন্ট খুললে সেই অনুযায়ী বলতে হবে।যেমন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি। আপনি চাইলে আইডি কার্ডটি সামনে রেখে কল দিতে পারেন তাতে আপনারই বলতে সুবিধা হবে।
❤️তিতুন পিন নাম্বার সেটাপ করুন❤️,,সঠিক তথ্য প্রধান করলে নগদ আপনাকে সাথে সাথে একটি মেসেজ সেন্ড করবে। সেই মেসেজ একটি টোকেন কোড থাকবে।এই টোকেন ব্যাবহার করেই আপনি নতুন পিন নাম্বার সেটাপ করতে পারবেন।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।(১,প্রথমে ৬সংখ্যার টোকেন নাম্বারটি মনে রাখুন বা কপি করুন,২তারপর *167# ডায়াল করতে হবে,3এখন Enter new pin নামে একটি অনশন আসবে সেখানে ৬সংখ্যার টোকেন নাম্বারটি দিতে হবে।,৪তারপরা আবার প্রায় একই অপশন আসবে সেখানে আপনি নতুন পিন নাম্বার হিসাবে যা রাখতে চাচ্ছেন তা দিতে হবে।৫,সাধারণও এই পিন নাম্বার চার সংখ্যা হয়ে থাকে।তবে কোনো ক্রমিক সংখ্যা দেওয়া যাবে না।৬,পরিশেষে পুনরায় উক্ত পিন নাম্বার দিয়ে কনফ্রাম করুন।এই ধাপ সমহ অনুসরণ করে আপনার নগদ একাউন্টের পিন ভুলে গেলেও নতুন পিন নাম্বার সেটাপ করতে পারবেন,, তবে পিন নাম্বার মনে রাখা বুন্ধিমানের কাজ। তাই অথবা চাইলে পিন নাম্বারটি সেফ কোনো ডায়রি বা খাতায় লেখে রাখা,ধ্যনবাদ,,(নগদ নাম্বার ☎️16167,,,,,☎️09609616167)
https://www.facebook.com/uzzal.rajvor/videos/1883507885153328/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন