শনিবার, ২৬ জুন, ২০২১

বিকাশের পিন ভুলে রিসেট করবেন যেভাবে?

 বিকাশের পিন ভুলে রিসেট করবেন যেভাবে


পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখন নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য যাচাই(ভেরিফাই) করে পিন রিসেট করতে পারবেন গ্রাহক। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত গ্রাহককে আরো বেশি সক্ষম করে তুলতে সম্প্রতি এই সেবা চালু করেছে দেশের সবেচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

ধাপে ধাপে কিভাবে পিন রিসেট করতে পারবেন তা https://www.bkash.com/bn/pin-reset এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন গ্রাহক।


বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) নম্বর প্রয়োজন। পিন নম্বর সুরক্ষিত এবং গোপন রেখেই বিকাশ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিকাশ গ্রাহকের পিন তিনি নিজেই সেট করে নেন, ফলে একজন গ্রাহকের পিন কেবল তিনিই জানেন। অর্থ্যাৎ পিন সেট করা হয়ে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সুরক্ষিত হয়ে যায় এবং কারো পক্ষেই বিকাশ সিস্টেম থেকে ঐ পিন জানার কোন সুযোগ থাকে না। তাই পিন ভুলে গেলে গ্রাহকের সেট করা আগের পিন ফিরিয়ে দেয়ার কোন সুযোগ নেই। 


গ্রাহক পিন ভুলে গেলে নতুন একটি অস্থায়ী( টেম্পোরারি) পিন রিসেট করে আবার গ্রাহককেই পিন রিসেট করার সুযোগ  দেয় বিকাশ। সাধারণত কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বর ১৬২৪৭, বিকাশ ফেসবুক পেজ এর লাইভ চ্যাট অপশন এবং ইমেইল এর মাধ্যমে যথাযথ তথ্য দিয়ে নতুন পিন রিসেট এর জন্য অস্থায়ী পিন পেতে পারেন গ্রাহক। 


বিকাশের নতুন এই সেবায় গ্রাহক এখন ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে নিজেই নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করে অস্থায়ী পিন পেয়ে যাবেন। *২৪৭# ডায়াল করে ৯ নম্বর অপশনের পিন রিসেট ডায়াল করতে হবে। পরের ধাপে জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট যে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি দিতে হবে। পরের ধাপে জন্ম সালের চারটি সংখ্যা দিতে হবে। এরপর গ্রাহককে বিগত ৯০ দিনের মধ্যে তার করা শেষ ১০টি আউটগোয়িং ট্রানজেকশনের যেকোন একটির তথ্য দিতে হবে। আর যদি শেষ ৯০ দিনের মধ্যে কোন আউটগোয়িং ট্রানজেকশন না করে থাকনে তাহলে ‘নো ট্রানজেকশন’ অপশন নির্বাচন করবেন।  গ্রাহকের দেয়া সব তথ্য সঠিক থাকলে তিনি পাঁচ সংখ্যার অস্থায়ী পিন পেয়ে যাবেন।


এরপর *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে নিজেই নতুন পিন রিসেট করে নিতে পারবেন গ্রাহক। 


অস্থায়ী পিন এসএমএস-এ পাবার পর বিকাশ অ্যাপে পিন রিসেট করতে লগইন পেজ থেকে ‘পিন ভুলে গিয়েছেন’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পরের ধাপে ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) এবং অস্থায়ী পিন দিয়ে গ্রাহক নিজের পছন্দ অনুসারে এলোমেলো পাঁচ সংখ্যার নতুন পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন। 


ইউএসএসডি চ্যানেলে পিন রিসেট করতে *২৪৭# ডায়াল করে মাই বিকাশ থেকে ‘চেঞ্জ মোবাইল মেন্যু পিন’ নির্বাচন করতে হবে। পরের ধাপে পুরাতন পিন চাইলে অস্থায়ী পিন নম্বরটি দিতে হবে। এরপর গ্রাহক নিজের পছন্দ অনুসারে পাঁচ সংখ্যার নতুন এলোমেলো পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।


নগদ একাউন্টের পিন ভুলে গালে যা করণীয়,, নতুন পিন পাবার নিয়ম।


 নগদ একাউন্টের পিন ভুলে গালে যা করণীয়,, নতুন পিন পাবার নিয়ম।

নগদ একাউন্টের পিন ভুলে গেলে নতুন পিন বা পাসওয়ার্ড পাওয়া নিয়ম খুবই সহজ।বেস কয়েকটি উপায় রয়েছে নতুন পিন রিসেট,(reset nagad pin code)করার।,,তবে আমারা সবচেয়ে সহজ নিয়মটি দেখিয়েছি।ফলে আপনি কয়েক মিনিটের মধ্যে নতুন পিন পেতে পারেন,,

তাই আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন এবং নিছের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথমে আপনাকে nagad কাস্টমার কেয়ারে কোল করতে হবে।তাই আপনার ফোন  নাম্বার থেকে নগদ হেল্পলাইনে কল করুন,09609-616167🎧 তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। চেষ্টা করবেন যে নাম্বার থেকে  nagad Account খোলা হয়েছে সেই নাম্নার থেকে কল দিতে।কল দেয়ার পর আপনি আপনার সমস্যার কথা বলুন-,আপনি ছাইলে এই ভাবে বলতে পারেন-আমি আমার নগদ একাউন্টের পিন ভুলে গেছি?অথবা আপনি নিজের মত করে বলতে পারেন তাতে সমস্যা নেই তারা আপনাকে সাহায্য করবে।যে কেউ আপনার একাউন্টের পিন বা  পাসওয়ার্ড রিসেটের জন্য রিকুয়েস্ট পাঠাতে পারে।তাই আপনি আসল ব্যাক্তি কিনা তা বোঝার জন্য নগদ আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে।টেনশ্নের কিছুই নেই।তারা আপানাকে খুব সহজ কিছু প্রশ্ন করবে। যেমন আপনার মা-বাবার-নাম?আপনার জন্ম তারিখঃঠিকানা ইত্যাদি। অথবা তারা আপনার নগদ একাউন্টের সর্বশেষ  লেনদেনের পরিমান জানতে চাইতে পারে।অথবা পরুনো মেসেজ থেকে তা জানতে পারেন তবে মনে রাখবেন আপনার ন্যাশ্নাল আইডি কার্ড এই তথ্য গুলো যেভাবে আছে সেই ভাবেই বলতে হবে।অথবা অন্য কোনো ডুকুমেন্ট দুয়ে একাউন্ট খুললে সেই অনুযায়ী বলতে হবে।যেমন ড্রাইভিং লাইসেন্স  পাসপোর্ট ইত্যাদি। আপনি চাইলে আইডি কার্ডটি সামনে রেখে কল দিতে পারেন তাতে আপনারই  বলতে সুবিধা হবে।

❤️তিতুন পিন নাম্বার সেটাপ করুন❤️,,সঠিক তথ্য প্রধান করলে নগদ আপনাকে সাথে সাথে একটি মেসেজ সেন্ড করবে। সেই মেসেজ একটি টোকেন কোড থাকবে।এই টোকেন ব্যাবহার করেই আপনি নতুন পিন নাম্বার সেটাপ করতে পারবেন।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।(১,প্রথমে ৬সংখ্যার টোকেন নাম্বারটি মনে রাখুন বা কপি করুন,২তারপর *167# ডায়াল করতে হবে,3এখন Enter new pin নামে একটি অনশন আসবে সেখানে ৬সংখ্যার টোকেন নাম্বারটি দিতে হবে।,৪তারপরা আবার প্রায় একই অপশন  আসবে সেখানে আপনি নতুন পিন নাম্বার হিসাবে যা রাখতে চাচ্ছেন তা দিতে হবে।৫,সাধারণও এই পিন নাম্বার চার সংখ্যা হয়ে থাকে।তবে কোনো ক্রমিক সংখ্যা দেওয়া যাবে না।৬,পরিশেষে পুনরায় উক্ত পিন নাম্বার দিয়ে কনফ্রাম করুন।এই ধাপ সমহ অনুসরণ করে আপনার নগদ একাউন্টের পিন ভুলে গেলেও নতুন পিন নাম্বার সেটাপ করতে পারবেন,, তবে পিন নাম্বার মনে রাখা বুন্ধিমানের কাজ। তাই অথবা চাইলে পিন নাম্বারটি সেফ কোনো ডায়রি বা খাতায় লেখে রাখা,ধ্যনবাদ,,(নগদ নাম্বার ☎️16167,,,,,☎️09609616167)





https://www.facebook.com/uzzal.rajvor/videos/1883507885153328/


শুক্রবার, ৪ জুন, ২০২১

বাংলাদেশের মেয়ে এখন ফেইসবুকে!

 বাংলাদেশের মেয়ে এখন ফেইসবুকে!



শেরপুরের কন্যা যোগ দিলেন ফেসবুকে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার মেয়ে"জারিন ফাইরুজ মুন"। তিনি বর্তমানে কাজ করছেন বিশ্বের অন্যতম  বড় ও সেরা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম "ফেসবুকে"।


জারিন ফাইরুজ মুনের ছোট থেকেই বেড়ে উঠা শেরপুর শহরেই। শেরপুর শহরের গৌরিপুরে তার বাসা। ২০০৮ সালে শেরপুরের স্বনামধন্য "দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুল" থেকে এস এস সি এবং ২০১০ সালে "শেরপুর সরকারি কলেজ" থেকে এইচ এস সি পাশ করেন।


এরপর তিনি ভর্তি হোন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েটে)।সেখানে তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। কুয়েটে পড়াশোনা অবস্থায় শ্রম ও মেধায়, খুব কম বয়সেই তিনি অনেক সাফল্য অর্জন করেছেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় টপার,পেয়েছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পেয়েছেন বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক, পেয়েছেন কুয়েটে শিক্ষকতারও সুযোগ।এখানেই শেষ নয়,দেশের বাইরেও তিনি সাফল্য ধরে রেখেছেন।

পেয়েছেন যুক্তরাষ্ট্রের "স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে" পি এইচ ডির সুযোগ। বর্তমানে তিনি সেখানে পিএইচডিরত আছেন।

এ বছর (২০২১)মার্চে তিনি ফেসবুক থেকে, ফেসবুকের সিকিউরিটি  ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে কাজ  করার অফার পান। 

গত সপ্তাহে তিনি ফেসবুকে ইন্টার্ন হিসেবে জয়েন করেছেনে এবং কাজ করছেন ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে।


শেরপুর থেকে ফেসবুকে এ যাত্রা খুব সহজ ছিলনা তার জন্য। অনেক পরিশ্রম, মেধা ও অধ্যবসায় কাজে লাগিয়ে তিনি আজ এ সাফল্য অর্জন করেছেন। 


শেরপুরবাসী ও দেশের মানুষের জন্য এটা অনেক গৌরবের। হয়তো অনেকের কাছেই খবরগুলো অজানা যে, শেরপুর থেকে দেশে ও দেশের বাইরে অনেকেই অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে, ভালো পজিশনে কাজ করে যাচ্ছেন। 


একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...