বুধবার, ৭ এপ্রিল, ২০২১

সবচেয়ে সেরা ১০টি হ্যাকিং মুভি....

 =========সেরা ১০ হ্যাকিং মুভি=


========


∆প্রযুক্তির যতটা উন্নতি হচ্ছে ততই উন্নতি হচ্ছে হ্যাকাররা!আপনার হাতের Android ফোনটাও আজ নিরাপদ নয়।নিরাপদ নয় আপনার ল্যাপটপ বা পিসি!


প্রযুক্তি আমাদের এতটাই সহজ করে দিচ্ছে যে আমরা আর ঘড় থেকেই বের হয় না বাজারের জন্য ক্রেডিট কার্ড দিয়ে সব কিনে ফেলি নিমিশেই কিন্তু আপনার কার্ড টা কি আদৌ নিরাপদ আছে নাকি একটু চ্যাক করে নিয়েন তো!


∆আমরা হাজার হাজার ইনফরমেশন দিয়ে থাকি সোশাল সাইট গুলোর মাধ্যমে কিন্তু একজন হ্যাকারের কাছে ২ মি. এর কাজ আপনার একাউন্ট এর এক্সেস নিতে।


∆কোন কিছুই নিরাপদ নয় বর্তমান সময়ে, তাই নিজে সাবধান থাকুন অনলাইনে প্রয়োজনীয় কথা ছাড়া না থাকাই উত্তম সব সময় আপনাকে নজর রাখা হচ্ছে, পারলে নিজেকে অফলাইনে সময় দিন।যা করার অফলাইনে করুন তবুও অনলাইনে করবেন না!


∆জি!উপরোক্ত কথা গুলো আপনিও বলবেন নিচের মুভি গুলা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমরা আসলে কোন অবস্থায় আছি!


#1 SNOWDEN (2016)


#2 WHO AM I : NO SYSTEM IS SAFE (2014)


#3 HACKER (2016)


#4 BLACKHAT (2015)


#5 THE FIFTH ESTATE (2013)


#6 I.T. (2016)


#7 EAGLE EYE (2008)


#8 NERVE (2016)


#9 HACKER'S GAME (2015)


#10 OPEN WINDOWS (2014)

কোন মন্তব্য নেই:

একে কি বলে একাকিত্ব নাকি স্বাধীনতা!?

 যখন সকালে ঘুম ভাংগানোর কেউ নেই, রাতে বাড়ি ফিরলে অপেক্ষায় কেউ বসে নেই, তুমি যা মন চায় করতে পারো, কোনো পিছুটান নেই.... একে কি বলে একাকীত্ব না...