👤 বাবা!! নামটা দুই অক্ষরের, ছেলে অথবা মেয়ে, দুই অক্ষরের!! পাগল এবং সন্তান তিন অক্ষরের।
কি লিখছি নিজেও জানি না, কেনও মুভিটা দেখলাম, বাবা নামক এক পাগল, আর কোরিয়ান ভাষায় বাবা(appa) বাবা(appa) বলে ডাকে এমন এক নিষ্পাপ মেয়ের 👧 ভালোবাসা অনুভব করতে ইচ্ছে করলো। এর আগের দিনের #Grave_of_the_Fireflies নিয়ে লেখার পরে খুব ইচ্ছা করছিলো #Miracle_in_Cell_no_7 মুভিটা নিয়ে কিছু অনুভূতি শেয়ার করার। আর তাই ভাবলাম লেখার আগে আরেকবার দেখে ফেলি; গরম-গরম না দেখে ঠিক কথা গুলো আসে না। শেষমেষ এই দুঃসাহসিকতার কাজটা করেই ফেল্লাম।🎬🎬কিছু কিছু মুভি থাকে যেখানে রিভিউ দেওয়ার কিছু থাকে না, শুধু বলার থাকে, "দেখবেন হাসবেন, কাঁদবেন আর সম্পর্কের টান বুজতে পারবেন"। এই Miracle in cell no 7 একদম তেমন একটা ছবি, যার গল্পটা দেখে বিশ্বাস করতে ইচ্ছে করে।
মুভির নামঃ ( Miracle in cell no.7)
মুক্তির সালঃ( 2013)
IMDB: 8.2/10
আপনি যত শক্ত মনের মানুষই হন না কেন মুভিটি আপনার চোখে পানি আনবে সেই নিশ্চয়তা দিতে পারি
স্পয়লার এলার্টসঃ একটি বাবা যে তার মেয়েকে ছাড়া এক মুহুর্ত থাকতে পারেনা,
তাকে একটি মিথ্যা হত্যা মামলায় ফাসানো হয় লোকটি মানসিকভাবে অসুস্থ এবং সরল হবার কারনে খুব সহজেই তাকে জেলে পাঠানো হয়
বাচ্চা মেয়েটি কিংবা তার বাবা কেউই কাউকে ছাড়া অভ্যস্ত না থাকায় জেলের কিছু কয়েদিরা মিলে মেয়েটিকে তার বাবার কাছে এনে লুকিয়ে রাখে এবং জেলের মধ্যেও বাবা এবং মেয়ের একসাথে থাকা হয়,
যদিও পুলিশ তাদের আবার আলাদা করে দেয়
মানসিকভাবে অসুস্থ লোকটিকে বলা হয় তার মেয়েটিকে বাচাতে হলে অবশ্যই তাকে কোর্টে স্বীকার করতে হবে যে সে খুন করেছে না হলে তার মেয়েকে খুন করা হবে
মেয়েটির বাবা মেয়েটিকে বলে ইয়েংসিং তোমার বাবা খুব দ্রুতই বের হয়ে আসবে মেয়েটিও বাবার কথায় বিশ্বাস রাখে
পরবর্তীতে তার মেয়ের জন্য সে দোষ না থাকা সত্ত্বেও দোষ শিকার করে নেয়
এবং তার ফাসি কার্যকর হয়
মুভিটিতে অনেক ড্রামাটিক সিন রয়েছে যা মুভিটিকে আরো গুছিয়ে উপস্থাপন করেছে
মুভিটা একটি সত্য ঘটনে অবলম্বনে তৈরী,
দেখে নিতে পারেন ভালো লাগবে।
লিংকঃhttps://youtu.be/sG9Bw9Vv7xc
মুভি লিংকঃhttps://youtu.be/V1t2B3qGDe4
🤗"এ যেনও জেলখানার কেনও কারাগার না, এযেনও এক অন্য জীবনমঞ্চ!!" 🤗
📕📕এই ফিল্মের গল্পটা জেলে থাকা খুনের আসামি আর তার ৭বছরের এক মেয়ের গল্প। কোরিয়ান মুভিগুলো কেমন যেনও মনে হয় ডিসপ্লের ভিতর ঢুকে যায়। আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি হাতে ফোনটা নিয়ে দেখি, অথবা অন্য কিছু চিন্তা করি। এই করোনার দুশ্চিন্তায় এমনিতেই খারাপ 😣🥺 অবস্থা।
👨👩👦 অভিনয় গল্প ডায়ালগ এই তিনটি ছিলো আসল অস্ত্র!! AKM/SCAR-L মনে হয়েছে গল্প, M24 গেলেছে অভিনয় এবং AWM মনে হয়েছে বাবা আর মেয়ের ডায়লগগুলো!!
যখন Yeseung এক জেলারকে বলে,"Can't you just arrest me, too?" তখন মনে হচ্ছিলো AWM দিয়ে কেউ আমাকে Pochinki তে শেষ করে দিয়েছে।
আর যতবার appa apaa শুনেছি ততোবারই মনে হচ্ছিল Flaregun দিয়ে বোনাস দিচ্ছে।
M24 অভিনয় বলার কারণ Yeseung তো মাএ ৭বছরের মেয়ে (এই মুভির জন্য গ্রন্ড বেল পুরষ্কার পায়) হয়ে যে অভিনয় দেখিয়েছে, তাছাড়াও সাথে বাকি সবগুলো চরিএ Miracle in cell no 7 কে একটা পরিপূর্ণ মুভি বানিয়েছে।
🚩🚩আপনি যে বয়সেরই হয়ে থাকেন না কেনও, আপনার সাথে পরিবার থাকুক আর একলাই থাকেন এই Miracle in cell no 7 অবশ্যই দেখার( Must watch) মতন একটা মুভি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন