জীবন বাঁচানোর প্রচেষ্টার এই ছবিটি ১৯৬৭ সালে তুলেছিলেন ফটোগ্রাফার Rocco Morabito যা পরে 'The Kiss of Life' নামে পরিচিতি পায়।
Randall Champion নামের একজন লাইনম্যান হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন স্পর্শ করে জ্ঞান হারিয়ে ফেলেন। সেফটি হার্নেস থাকায় খুঁটিতে উল্টো হয়ে ঝুলতে থাকেন।
এসময় তার সহকর্মী J.D. Thompson তার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে টের পেয়ে প্যারামেডিকরা না আসা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা হিসেবে মাউথ টু মাউথ CPR ( Cardio Pulmonary Resuscitation ) দিতে থাকেন।
থম্পসনের তড়িৎ সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বেঁচে যান।
কাজে যাওয়ার পথে আকস্মিক এই ঘটনার ছবি তুলে পুলিৎজার পুরস্কার পান ফটোগ্রাফার। চ্যাম্পিয়ন ২০০২ সালে মারা যান, থম্পসন এখনো বেঁচে আছেন।
পুনশ্চ : আমরা কি স্কুল-কলেজে এখনও বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পদ্ধতি হাতেকলমে শিখাতে পেরেছি?
(সংগৃহীত)